বিগত ১৩ই মে ২০১৮ইং তরিখে নিয়ারস্ এর ৪২তম এক্সিকিউটিভ কমিটি সভা অনুষ্ঠিত হয় মেরী স্টোপস বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে। উক্ত সভা চেয়ার করেন নেয়ারস এর সম্মানিত প্রেসিডেন্ট ড: মো: রেজাউল হক। উক্ত সভার আলোচ্য বিষয় ছিলো নিয়ারস এর বার্ষিক সাধারণ সভা, নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং চূড়ান্তকরণ ইত্যাদি।

নিয়ারস্ এর ই-সংবাদপত্র ৩য় ইস্যু দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
নিয়ারস্ ই-সংবাদপত্র

মেরী স্টোপস বাংলাদেশ এর ট্রেনিং সেন্টার ভেন্যুতে গত জুন ১৫, ২০১৯ এ নিয়ারস্ এর ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
নেটওয়ার্ক ফর এনসিওরিং এডোলেসেন্ট রিপ্রোডাকটিভ হেলথ, রাইটস এন্ড সার্ভিসেস (নিয়ারস্) এর উদ্বোধনী অনুষ্ঠান ২১ নভেম্বর মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।