
কুলিয়ারচর উপজেলার প্রান্তিক পরিবারের কিশোর কিশোরীদের জ্ঞান দক্ষতা ও দৃষ্টি ভঙ্গির পরির্ব্তনের মাধ্যমে সমাজ বদলের সক্রিয় এজেন্টে রুপান্তর করার নিমিত্তে গ্রামীন মহিলা উন্নয়ন কেন্দ্রের পথ চলা।
| ফোকাল পারসনঃ | শাহ মোঃ সারওয়ার জাহান |
| যোগাযোগ এর ঠিকানাঃ | কুলিয়ারচর ই-মেইল: gramukasrhr@gmail.com |
| কার্যক্রমের ধরনঃ | কিশোর কিশোরীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন , অধিকার প্রতিষ্ঠা এবং নারী পুরুষ বৈষম্যহীন ও পারস্পারিক সুরক্ষামূলক সমাজগঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা |
| কিশোর-কিশোরী কর্মসূচী সম্পর্কীত সংক্ষিপ্ত বর্ণনাঃ | ১.কিশোর কিশোরীদের নৈতিক শিক্ষা ও সামাজিকী করনের জন্য সংগঠিত করা। ২.বাল্যবিবাহ,যৌতুক ও ইভটিজিং বন্ধ করা। ৩.নেতৃত্বদান ও সুস্থ মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা। ৪.নিজেকে জানা ও বিশ্বের অন্যান্য কিশোর কিশোরীদের জানার মাধ্যমে পারস্পারিক সহযোগিতায় বেড়ে উঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ৫.কিশোর কিশোরীদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ সৃষ্টি, বন্ধুত্বর্পূণ সম্পর্ক্ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি করা। ৬.শিক্ষাজীবন থেকে ঝরে পড়া কিশোরীদের জীবিকা অর্জ্নমূলক প্রশিক্ষন ও বৃত্তি (Scholarship) প্রদান করা। ৭.প্রজনন স্বাস্থ্যবিষয়ক সঠিক জ্ঞান ওসচেতনতা,ঝুঁকির্পূন আচরন থেকে বিরত থাকার মতো সচেতন ও সহায়ক পরিবেশ সৃষ্টি করা । ৮. কিশোর কিশোরীদের উন্নয়নে যে সকল সংস্থা কাজ করছে তাদের সমন্বয়ে একটি এ্যালায়েন্স গঠন করে কৈশরবান্ধব আইনের সংস্কার সাধন। ৯.প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও সকল প্রকার চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। |
| অন্যান্যঃ |

নিয়ারস্ এর ই-সংবাদপত্র ৩য় ইস্যু দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
নিয়ারস্ ই-সংবাদপত্র

মেরী স্টোপস বাংলাদেশ এর ট্রেনিং সেন্টার ভেন্যুতে গত জুন ১৫, ২০১৯ এ নিয়ারস্ এর ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
নেটওয়ার্ক ফর এনসিওরিং এডোলেসেন্ট রিপ্রোডাকটিভ হেলথ, রাইটস এন্ড সার্ভিসেস (নিয়ারস্) এর উদ্বোধনী অনুষ্ঠান ২১ নভেম্বর মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।