যে রোগগুলো মূলত অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায় সেগুলোকে যৌনরোগ বলা হয়ে থাকে। অনিরাপদ শারীরিক সম্পর্ক মানে হলো কনডম ব্যাবহার না করে শারীরিক সম্পর্ক স্থাপন করা। তবে কোনো কোনো সময় যৌনরোগগুলো অন্যভাবেও ছড়াতে পারে। যৌনরোগ বিভিন্ন ধরনের হয়। এই রোগসমূহ ব্যাকটেরিয়া, প্যারাসাইট এবং ভাইরাস ঘটিত হতে পারে। এ ধরনের কিছু যৌনরোগের মধ্যে আছে গনোরিয়া, সিফিলিস, ক্ল্যামাইডিয়া, হার্পিস, এইচআইভি/ এইডস, হেপাটাইটিস বি, সি এবং ডি ইত্যাদি।

নিয়ারস্ এর ই-সংবাদপত্র ৩য় ইস্যু দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
নিয়ারস্ ই-সংবাদপত্র

মেরী স্টোপস বাংলাদেশ এর ট্রেনিং সেন্টার ভেন্যুতে গত জুন ১৫, ২০১৯ এ নিয়ারস্ এর ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
নেটওয়ার্ক ফর এনসিওরিং এডোলেসেন্ট রিপ্রোডাকটিভ হেলথ, রাইটস এন্ড সার্ভিসেস (নিয়ারস্) এর উদ্বোধনী অনুষ্ঠান ২১ নভেম্বর মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।